ষড়যন্ত্রের পিছনে রয়েছে নির্লজ্জ লক্ষ্য: সিআরআই সম্পাদকীয়
  2020-02-22 19:48:13  cri
ফেব্রুয়ারি ২২: গতকাল (শুক্রবার) রাশিয়ায় চীনের দূতাবাসে এক খবরে করোনাভাইরাসের তথাকথিত কৃত্রিম সংশ্লেষণ করার গুজব সম্পর্কে অবহিত করা হয়। রুশ কর্তৃপক্ষ জানায়, দেশটি কখনও বলে নি যে, এ ভাইরাস কৃত্রিম! মূলত, এনসিপি প্রাদুর্ভাব নিয়ে কিছু পশ্চিমাদেশ নানা গুজব ছড়িয়ে যাচ্ছে এবং এনসিপি প্রতিরোধে চীনের নানা প্রচেষ্টা উপেক্ষা করছে। এসব ষড়যন্ত্রের পিছনে রয়েছে সেসব দেশের নির্লজ্জ লক্ষ্য! আজ (শনিবার) চীন আন্তর্জাতিক বেতারের এক সম্পাদকীয়তে এমন মন্তব্য করা হয়েছে।

সম্পাদকীয়তে বলা হয়, যারা গুজব ছড়ায় তাদের অধিকাংশই চীন-বিরোধী। চীন যে প্রকোপে ভুগছে, তা নিয়ে তারা উদ্বিগ্ন নয়, বরং এ নিয়ে তারা নানা ষড়যন্ত্রে ব্যস্ত। ষড়যন্ত্রের মাধ্যমে তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্য দেশের সঙ্গে চীনের সহযোগিতা নষ্ট করতে চায়। অন্যদিকে, জিরো-সাম খেলার চিন্তা থেকে তারা ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে এ আচরণ করেছে।

সম্পাদকীয়তে আরও বলা হয়, কিছু পশ্চিমাদেশের রাজনীতিক ও গণমাধ্যম চীনের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। এর মাধ্যমে তাদের মনের অস্থিরতা প্রতিফলিত হয়েছে। অস্ট্রেলিয়ার বিখ্যাত প্রামাণ্যচিত্র প্রযোজক জন রিচার্ড পিল্গার বলেন, এনসিপি নিয়ে অপপ্রচার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো চীনের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু'র মহাপরিচালক তেদ্রোস আধানম বলেন, নভেল করোনাভাইরাস নিউমোনিয়া প্রাদুর্ভাবের পর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালানোর পাশাপাশি, গুজব ছড়ানো ও ভাইরাস প্রতিরোধে কাজ করে যাচ্ছে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040