মহামারী প্রতিরোধে চীনের চেষ্টার প্রশংসা করলেন ফিলিপিন্সের পররাষ্ট্রমন্ত্রী
  2020-02-22 19:27:42  cri

ফেব্রুয়ারি ২২: নভেল করোনাভাইরাস নিউমোনিয়া বা এনসিপি ইস্যুতে চীন-আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ সভা সম্প্রতি লাওসের ভিয়েনতিয়েনে অনুষ্ঠিত হয়েছে। চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর, দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মহামারী প্রতিরোধে চীনের পদক্ষেপ তুলে ধরেন। ফিলিপিন্সের পররাষ্ট্রমন্ত্রী তেদোরো লোচেন গতকাল (শুক্রবার) এক টুইটার বার্তায় বিশেষ এ পররাষ্ট্রমন্ত্রী সভার ইতিবাচক মূল্যায়ন করেন। মহামারী প্রতিরোধে চীনের চেষ্টার প্রশংসা করেন তিনি।

এবারের সভা বিজ্ঞানসম্মত উল্লেখ করে গুজব ছড়ানোর বিরুদ্ধে নিন্দা জানান তেদোরো। মানবজাতির অভিন্ন হুমকির সামনে এনসিপি-কে ভূরাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহারের নিন্দাও জানান তিনি।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040