২০১৯ সালে আফগানিস্তানে সহিংসতায় ১০ হাজারেরও বেশি নিরীহ মানুষ হতাহত হয়েছে
  2020-02-22 19:10:32  cri
ফেব্রুয়ারি ২২: ২০১৯ সালে আফগানিস্তানে সহিংসতায় ১০ হাজারেরও বেশি নিরীহ মানুষ হতাহত হয়েছে। জাতিসংঘের আফগানিবিষয়ক সহায়তাকারী দল আজ (শনিবার) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

জানা গেছে, ২০১৯ সালে আফগানিস্তানের বিভিন্ন সংঘাতে ৩৪০৩জন বেসামরিক মানুষ নিহত এবং ৬৯৮৯জন আহত হয়। এর মধ্যে বেশিরভাগই সরকার-বিরোধী বন্দুকধারীদের হামলায় হতাহত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বেসামরিক মানুষ হতাহতের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে।

জাতিসংঘের আফগানিবিষয়ক সহায়তাকারী দলের নেতা বলেন, বিভিন্ন পক্ষের উচিত যুদ্ধবিরতি বাস্তবায়ন করা এবং বেসামরিক মানুষের প্রাণ রক্ষা করা।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040