উত্তর-পশ্চিম সিরিয়ার ভয়াবহ মানবিক সংকট শেষ হতে হবে: জাতিসংঘ মহাসচিব
  2020-02-22 18:08:06  cri

ফেব্রুয়ারি ২২: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস গতকাল (শুক্রবার) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে এক ভাষণে বলেন, উত্তর-পশ্চিম সিরিয়ায় চলছে ভয়াবহ মানবিক দুঃস্বপ্ন, যা শেষ হতে হবে। তিনি জোর দিয়ে বলেন, রাজনৈতিক পদ্ধতি হলো সিরিয়া সংকট সামাধানের একমাত্র পদ্ধতি।

গুতেরহিস বলেন, উত্তর-পশ্চিম সিরিয়ায় ঘটছে ভয়াবহ মানবিক সংকট। অসংখ্য নিরীহ মানুষ হতাহত হচ্ছে। প্রায় ৯ লাখ মানুষ যুদ্ধের কারণে বাড়ি ছেড়ে পালিয়েছে। এদের অধিকাংশই নারী ও শিশু। পাশাপাশি শতাধিক মানুষ নিহত হয়েছে।

গুতেরহিস বলেন, জাতিসংঘের উদ্ধার পরিকল্পনা পরিবর্তিত হয়েছে এবং দাতাদের কাছে আরও ৫০কোটি ডলার সহযোগিতা আহ্বান করা হয়েছে। যা আগামী ছয় মাসে শরণার্থীদের চাহিদা পূরণ করবে।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040