টোকিও অলিম্পিক গেমস সময়মতো অনুষ্ঠিত হবে: জাপান সরকারের মুখপাত্র
  2020-02-22 17:27:15  cri
 

ফেব্রুয়ারি ২২: জাপান সরকারের মুখপাত্র ও মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিহিদে সুগা গতকাল (শুক্রবার) জানান, টোকিও অলিম্পিক গেমস ও প্যারালিম্পিক গেমস পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এদিন এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, টোকিও অলিম্পিক গেমস সাংগঠনিক কমিটি ও টোকিও সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করব এবং সব প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নিয়ে যাবো; যাতে খেলোয়াড় ও দর্শকদের সুষ্ঠু ব্যবস্থা করা যায়।

সম্প্রতি নভেল করোনাভাইরাসের মহামারী টোকিও অলিম্পিক গেমস ও প্যারালিম্পিক গেমসের সাংগঠনিক কাজে সমস্যা সৃষ্টি করেছে। কিন্তু জাপানের সব মহল নিশ্চিত যে, এতে অলিম্পিক গেমসে কোনও সমস্যা হবে না। মার্চ থেকে টোকিও অলিম্পিক গেমস ও প্যারালিম্পিক গেমসের প্রস্তুতি ম্যাচ শুরু হবে। টোকিও অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির মুখপাত্র মাসা তাকায়া আগের দিন জানান, প্রতিযোগিতা 'নিশ্চিতভাবে' বাতিল বা দেরি হবে না।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040