বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৬জন বিশেষদূত বিশ্বব্যাপী মহামারী প্রতিরোধে সমন্বয়ের কাজ করবেন
  2020-02-22 17:26:32  cri

ফেব্রুয়ারি ২২: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু'র মহাপরিচালক তেদ্রোস আধানম জেনিভায় এক সাংবাদিক সম্মেলনে বলেন, বিশ্বব্যাপী মহামারী প্রতিরোধের কাজ আরও সুষ্ঠুভাবে সমন্বয়ের জন্য হু ৬জন বিশেষদূত নিয়োগ দিয়েছে। তারা বিশ্বব্যাপী বিভিন্ন কৌশলগত পরামর্শ দেবেন।

মহাপরিচালক বলেন, নভেল করোনাভাইরাস নিউমোনিয়ার তথ্যগত পরিসংখ্যানে চীনের পরিবর্তনে সমর্থন জানান তিনি। পরিবর্তনটি হলো হুপেই প্রদেশে ক্লিনিক্যাল ডায়াগনোসিসের ভিত্তিতে আক্রান্ত মানুষ নিশ্চিত করার পদ্ধতি বাতিল করা হয়েছে।

তিনি জানান, এর মাধ্যমে বোঝা যায় উহান কর্তৃপক্ষ সব সন্দেহভাজন রোগীর পরীক্ষা করতে সক্ষম।

তিনি আরও বলেন, এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা চীনের বেইজিং, সিছুয়ান ও কুয়ানতোং প্রদেশে কাজ করছেন। তারা শনিবার উহান পরিদর্শনে যাবেন।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040