জানুয়ারি মাসে চীনের গ্রামীণ অর্থনীতি স্থিতিশীল ছিল
  2020-02-22 16:52:42  cri

ফেব্রুয়ারি ২২: গতকাল (শুক্রবার) চীনের কৃষি ও গ্রাম মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে চীনের কৃষি ও গ্রামীণ অর্থনীতির স্থিতিশীলতা বজায় ছিল।

শীতকালীন গমের চাষ গেল বছরের তুলনায় ভালো হয়েছে। ধান, ভুট্টা ও তালসহ বিভিন্ন বীজের সরবরাহ যথেষ্ট ছিল। পাশাপাশি রাসায়নিক সারের সরবরাহও উত্পাদনের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে।

এ সময়, শাকসবজির সরবরাহ যথেষ্ট ছিল। মহামারী ও বসন্ত উত্সবের ছুটির কারণে দাম কিছুটা বেড়েছে। শীতকাল ও বসন্তকালের ৮কোটি ৪০ লাখ মু'র বেশি জমিতে শাকসবজির চাষ হয়েছে এবং এর সরবরাহের পরিমাণ গেল বছরের একই সময়ের তুলনায় ২.৭ শতাংশ বেশি হয়েছে।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040