বিল গেটসকে চিঠির উত্তর দিয়েছেন চীনের প্রেসিডেন্ট
  2020-02-22 16:52:05  cri

ফেব্রুয়ারি ২২: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের গেটস তহবিলের প্রধান বিল গেটসকে চিঠির উত্তর দিয়েছেন। চীনে নভেল করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কাজে সহায়তা দেওয়ার জন্য ধন্যবাদ জানান প্রেসিডেন্ট সি। সেই সঙ্গে, আন্তর্জাতিক সমাজের সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান চীনের প্রেসিডেন্ট।

সি চিন পিং বলেন, মহামারী শুরুর পর চীন সারা দেশের শক্তি দিয়ে প্রতিরোধ ও নিয়ন্ত্রণকাজ করে যাচ্ছে এবং ধারাবাহিক অভূতপূর্ব ব্যবস্থা নিয়েছে। চীনের মানুষের জীবনের নিরাপত্তা ও স্বাস্থ্য দৃঢ়ভাবে রক্ষা করে চীন সরকার বিশ্বের নানা দেশের মানুষের জীবন, স্বাস্থ্য ও বিশ্বের গণস্বাস্থ্য রক্ষায় অবদান রাখার চেষ্টা করছে।

সি চিন পিং আরও বলেন, মানবজাতি একটি অভিন্ন ভাগ্যের সমাজ। এ মহামারী সব মানুষের জন্যই হুমকি। একে পরাজিত করতে হলে সমন্বয় দরকার। তিনি আন্তর্জাতিক সমাজকে সমন্বয় জোরদার করে মানবজাতির কল্যাণের আহ্বান জানান।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040