চীনের অর্থনীতির ওপর নভেল করোনাভাইরাসের প্রভাব অস্থায়ী: চীনের কেন্দ্রীয় ব্যাংকের উপ-মহাপরিচালক
  2020-02-22 15:39:43  cri
ফেব্রুয়ারি ২২: চীনের অর্থনীতির ওপর নভেল করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব অস্থায়ী ও সীমিত বলে মন্তব্য করেছেন চীনের কেন্দ্রীয় ব্যাংক চীনা গণব্যাংকের উপ-মহাপরিচালক ছেন ইয়ু ল্যু।

গতকাল (শুক্রবার) চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া একান্ত সাক্ষাত্কারে তিনি এ মন্তব্য করেছেন।

সাক্ষাত্কারে তিনি বলেন, এ প্রকোপ চীনের অর্থনীতির ওপর কিছু নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে এ প্রভাব অস্থায়ী। চীনের অর্থনীতির দীর্ঘমেয়াদি ভালো ও গুণগতসম্পন্ন প্রবৃদ্ধি অর্জনে তিনি আস্থাবান।

ছেন বলেন, ভাইরাসের প্রাদুর্ভাবের পরপরই চীনের গণব্যাংক সর্বপ্রথম ৩০ হাজার কোটি ইউয়ানের বিশেষ ঋণ দেবে; যাতে এ প্রকোপ মোকাবিলার কাজ করা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সহায়তা পায়। পাশাপাশি ব্যাংকটি সংশ্লিষ্ট কিছু বিভাগের সঙ্গে প্রকোপ প্রতিরোধে ৩০টি ভিন্ন ব্যবস্থাও গ্রহণ করেছে। যা মহামারী প্রতিরোধ ও স্থিতিশীল উত্পাদনে ইতিবাচক ভূমিকা রেখেছে।

এ সময়, চীনের ব্যাংকিং খাতের অবস্থা স্থিতিশীল বলে উল্লেখ করেন উপ-মহাপরিচালক।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040