চীনে বিদেশি শিল্পপ্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে উত্পাদনে যাচ্ছে: সিআরআই সম্পাদকীয়
  2020-02-21 19:04:38  cri
ফেব্রুয়ারি ২১: চীনে বিদেশি শিল্পপ্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে উত্পাদনে যাচ্ছে। এই প্রক্রিয়ায় চীনের শাংহাই, শানতুং ও হুনানসহ বিভিন্ন জায়গার গুরুত্বপূর্ণ বিদেশি শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় উত্পাদন শুরু করেছে। চীনা অর্থনীতিতে তারা আস্থাবান বলেও জানিয়েছে।

চীনে বিদেশি শিল্পপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পুনরায় শুরুর মধ্য দিয়ে আরেকবার প্রমাণিত হয়েছে যে, ১৪০ কোটি লোকসংখ্যা অধ্যুষিত এই চীনা বাজারের শক্তি বিশাল। ২০১৭ সাল থেকে চীন পরপর তৃতীয় বারের মতো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক পুঁজি আকর্ষণকারী দেশে পরিণত হয়েছে। এ বছরের জানুয়ারিতে গোটা চীনে বৈদেশিক পুঁজির বাস্তব ব্যবহারের পরিমাণ ছিল ৮৭.৫৭ বিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ শতাংশ বেশি।

বর্তমান চীনে বিদেশি শিল্পপ্রতিষ্ঠানগুলো মনে করছে, এই ভাইরাস চীনা অর্থনীতির ওপর যে প্রভাব ফেলছে, তা শুধু স্বল্পকালের এবং অস্থায়ী। চীনা অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদে কোনো নেইতিবাচক প্রভাব ফেলবে না ভাইরাস। সম্প্রতি চীনে গাড়িনির্মাতা কোম্পানি ফোর্ডের শাখা-প্রধান জানিয়েছেন, চীনা বাজারে চাহিদা বিশাল। চীনা অর্থনীতির সম্ভাবনায় আস্থাবান ফোর্ড। (ওয়াং হাইমান/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040