মহামারীর বিরুদ্ধে লড়াই চীনা জনগণের সঙ্গে পাশে দাঁড়ালো মুম্বাইয়ের জনগণ
  2020-02-21 15:34:12  cri
ফেব্রুয়ারি ২১: গতকাল (বৃহস্পতিবার) রাতে ভারতীয় জনতা মুম্বাইয়ের ইন্ডিয়া গেটে জড়ো হয়ে মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে চীনা জনগণের সঙ্গে একাত্বতা ঘোষণা করে।

সমাবেশে ভারতের সমাজকল্যাণ ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী রামদাস আটাওয়ালা বলেন, নভেল করোনাভাইরাস চীন ও বিশ্বের জন্য বড় চ্যালেঞ্জ। এ বিশেষ সময়ে চীন ও ভারতের উচিত ভারতীয় চিকিত্সক কাওয়ারকানাথ কোন্টিসের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একসঙ্গে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা।

সমাবেশে মুম্বাইয়ে চীনের কনসাল জেনারেল থাং কুও ছাই বলেন, ডাক্তার কোন্টিস চীন-ভারত মৈত্রীর প্রতিনিধি ও প্রতীক। ভারতীয় জনতা মহামারী প্রতিরোধযুদ্ধে চীনা জনগণের প্রতি একাত্বতা ঘোষণা করতে সমাবেশ আয়োজন করে দু'দেশের মৈত্রী আরও মজবুত করেছেন।

(তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040