সমাবেশে ভারতের সমাজকল্যাণ ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী রামদাস আটাওয়ালা বলেন, নভেল করোনাভাইরাস চীন ও বিশ্বের জন্য বড় চ্যালেঞ্জ। এ বিশেষ সময়ে চীন ও ভারতের উচিত ভারতীয় চিকিত্সক কাওয়ারকানাথ কোন্টিসের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একসঙ্গে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা।
সমাবেশে মুম্বাইয়ে চীনের কনসাল জেনারেল থাং কুও ছাই বলেন, ডাক্তার কোন্টিস চীন-ভারত মৈত্রীর প্রতিনিধি ও প্রতীক। ভারতীয় জনতা মহামারী প্রতিরোধযুদ্ধে চীনা জনগণের প্রতি একাত্বতা ঘোষণা করতে সমাবেশ আয়োজন করে দু'দেশের মৈত্রী আরও মজবুত করেছেন।
(তুহিনা/আলিম/ছাই)