নতুন ব্যবস্থা নিয়ে প্রতিষ্ঠানগুলোকে ভাইরাস প্রতিরোধে সহায়তা করছে চীনের কয়েকটি মন্ত্রণালয়
  2020-02-20 20:01:48  cri
ফেব্রুয়ারি ২০: আজ (বৃহস্পতিবার) আয়োজিত চীনের রাষ্ট্রীয় পরিষদের যৌথ ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সাংবাদিক সম্মেলনে কয়েকটি মন্ত্রণালয় নতুন ব্যবস্থা নিয়ে নভেল করোনাভাইরাস প্রতিরোধে সহায়তার কথা ঘোষণা করে।

মানবসম্পদ ও সামাজিক সুরক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও জাতীয় কর সাধারণ ব্যুরো ধাপে ধাপে বিভিন্ন প্রতিষ্ঠানের সামাজিক বিমার খরচ কমিয়ে দেবে।

মানবসম্পদ ও সামাজিক সুরক্ষা উপমন্ত্রী ইয়ৌ জুন বলেন, এ মাস থেকে বিভিন্ন প্রদেশ মাঝারি ও ক্ষুদ্র প্রতিষ্ঠানের জন্য পেনশন, বেকারত্ব ও কাজে আহত বীমা খাতে অব্যাহতি পাবে। অব্যাহতির মেয়াদ পাঁচ মাসের বেশি হবে না।

উপ অর্থমন্ত্রী ইউ ওয়েই ফিং বলেন, বাস্তবভাবে মাঝারি ও ক্ষদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলোর আর্থিক বোঝা কমানো হবে। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040