বিশ্ববাসীর স্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখছে চীন: সিআরআই সম্পাদকীয়
  2020-02-20 19:32:18  cri
ফেব্রুয়ারি ২০: ইতালির পদুয়া বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী ছাও ওয়েন ফাং গত জানুয়ারি মাসের শেষ দিকে চীনের উহানে পরিবারের সঙ্গে মিলিত হতে আসেন। নভেল করোনাভাইরাসের কারণে তিনি সময়মতো ইতালিতে যেয়ে থিসিস পরীক্ষায় অংশ নিতে পারেননি। ফলে বিশ্ববিদ্যালয় ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে অনলাইনে বিশেষভাবে থিসিস পরীক্ষা নিয়েছে। তিনি সফলভাবে ডক্টরেট ডিগ্রী লাভ করেছেন।

জনগণের জীবনের স্বাস্থ্য ও নিরাপত্তা এবং বিশ্বের জনস্বাস্থ্য সুরক্ষা হলো চীনা নেতাদের প্রথম গুরুত্বপূর্ণ দায়িত্ব। করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধের অংশ হিসেবে চীন সরকার সময়মতো উহানসহ কয়েকটি মারাত্মক আক্রান্ত শহর বিচ্ছিন্ন করে দেয়। এর উদ্দেশ্য ছিল ভাইরাসের প্রকোপ ঠেকানো। চীনের জনগণ প্রতিরোধব্যবস্থার গুরুত্ব বোঝেন।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু বলেছে, চীনের নেওয়া সব ব্যবস্থা ও কৌশল সঠিক। এমন জটিল সময়েও কিছু কিছু দেশ চীনের বিরুদ্ধে কুত্সা রটিয়ে যাচ্ছে। বলাই বাহুল্য, এটা প্রতিহিংসা ও অজ্ঞতার বহিঃপ্রকাশ। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040