পর্যায়ক্রমে চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর সামাজিক বীমা ফি মওকুফ করবে কেন্দ্রীয় সরকার
  2020-02-20 19:29:53  cri
ফেব্রুয়ারি ২০: চীনের জনসম্পদ ও সামাজিক সুনিশ্চয়তা মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী ইয়ৌ চুন আজ (বৃহস্পতিবার) বলেছেন, অর্থ মন্ত্রণালয় ও কর প্রশাসনের যৌথ উদ্যোগে 'পর্যায়ক্রমে চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর সামাজিক বীমা ফি মওকুফ করার' সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে মোট ফি কমানো হবে ৫০০ কোটি ইউয়ানের বেশি।

এদিন রাষ্ট্রীয় পরিষদের এক প্রেস ব্রিফিংয়ে ইয়ৌ চুন বলেন, ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে চীনের বিভিন্ন প্রদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের অবসর ভাতা, কর্মচ্যুতি ও কাজের সময় ইনজুরির বীমার ওপর কোনো কর নেবে না কেন্দ্রীয় সরকার। এর সীমা হবে ৫ মাস। অর্থাৎ এই নীতি চলতি বছরের জুন মাসে কার্যকর হবে। পাশাপাশি, হুপেই প্রদেশের বাইরে অন্যান্য বড় আকারের শিল্পপ্রতিষ্ঠানের ওপর এই তিনটি বীমার কর অর্ধেক হবে। এর সীমা ৩ মাস।

(ওয়াং হাইমান/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040