কোভিড-১৯ নিয়ে প্রচলিত ষড়যন্ত্র তত্ত্বগুলো হাস্যকর ও অজ্ঞতার বহিঃপ্রকাশ: বেইজিং
  2020-02-20 19:26:36  cri
ফেব্রুয়ারি ২০: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে প্রচলিত ষড়যন্ত্র তত্ত্বগুলোর সবকটিই হাস্যকর ও অজ্ঞতার বহিঃপ্রকাশ। আন্তর্জাতিক সমাজের উচিত এসব অযৌক্তিক ও হাস্যকর তত্ত্বে কান না-দিয়ে যৌথভাবে মহামারী মোকাবিলা করা। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনলাইন সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, বর্তমানে চীন সর্বাত্মকভাবে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে। এ প্রচেষ্টায় শুধু চীনের জনগণ নয়, বরং বিশ্ববাসীকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি পাশ্চাত্যের কোনো কোনো গণমাধ্যমে কোভিড-১৯ গবেষণাগারে সৃষ্টি বলে গুজব ছড়ানো হয়। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) পর্যন্ত বার বার বলছে যে, পরীক্ষাগারে এ ভাইরাস সৃষ্টি হয়েছে বলে মনে করার কোনো কারণ নেই। এ ছাড়া, আন্তর্জাতিক মেডিকেল জার্নাল 'দ্য ল্যানসেট'-এ মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে বিশ্বের প্রথম পর্যায়ের ২৭ জন বিশেষজ্ঞ তীব্রভাবে ইন্টারনেটে প্রচারিত ভাইরাসসম্পর্কিত ষড়যন্ত্র তত্ত্বের নিন্দা জানান। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040