কোভিড-১৯ ঠেকানোর ক্ষেত্রে আন্তর্জাতিক দায়িত্ব পালন করছে চীন: সিআরআই সম্পাদকীয়
  2020-02-20 19:24:56  cri
ফেব্রুয়ারি ২০: আজ (বৃহস্পতিবার) পর্যন্ত নভেল করোনাভাইরাস (কোভিড-১৯)-এর উত্পত্তিস্থল উহান গোটা দেশ থেকে বিচ্ছিন্ন আছে ২৯ দিন হলো। সার্বিকভাবে হুপেই প্রদেশের অবস্থা এখনো গুরুতর। গোটা চীনে ভাইরাসে আক্রান্ত হয়ে নিহতদের ৯৬ শতাংশ এবং নতুন করে আক্রান্তদের ৮২ শতাংশ হুপেই প্রদেশের। কিন্তু সংশ্লিষ্ট প্রতিরোধমূলক ব্যবস্থা কার্যকর হওয়ার পাশাপাশি সাফল্যও অর্জিত হয়েছে। গতকাল (বুধবার) মধ্যরাত পর্যন্ত হুপেই ছাড়া চীনের মূল ভূভাগে নভেল করোনাভাইরাসে নতুন আক্রান্তের সংখ্যা টানা ১৬ দিন ধরে হ্রাস পেয়েছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ১৬ হাজারেরও বেশি রোগী। চীনের মূল ভূভাগ ছাড়া বিশ্বের অন্যান্য দেশ ও অঞ্চলে আক্রান্তের সংখ্যা ১ শতাংশেরও কম। বুধবার পর্যন্ত চীনের বাইরে মাত্র ৩ জন মারা গেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলছে, নভেল করোনাভাইরাস এখনও পেন্ডামিকে পরিণত হয়নি। কারণ, চীন সময়মতো কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে।

বিশ্বের বহু নেতা চীনের প্রশংসা করেছেন। চীনে কানাডার রাষ্ট্রদূত ডোমিনিক বার্টন বলেছেন, 'আমি চীনের প্রশংসা করি। চীন প্রায় সোয়া কোটি লোসংখ্যার উহান শহরকে গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সফলভাবে। এর উদ্দেশ্য, বিশ্বের বাকি অঞ্চলকে সুরক্ষিত রাখা।'

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধকেন্দ্রের প্রধান উপপরিচালক অ্যান শুচাট বলেন, 'আমরা চীনা বিজ্ঞানীদেরকে খুব স্বল্প সময়ে ভাইরাসের জিন ক্রম প্রকাশ করায় ধন্যবাদ জানাই। আমরা চীনকে হুপেই প্রদেশে ইতিবাচক ও কঠোর ব্যবস্থা নেওয়ায় ধন্যবাদ জানাই।' (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040