বুধবার চীনের মূল ভূভাগে ভাইরাসে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৩৯৪
  2020-02-20 19:13:02  cri
ফেব্রুয়ারি ২০: চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, বুধবার চীনের মূল ভূভাগে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯)-এ নতুন করে আক্রান্ত হন ৩৯৪ জন। আর এদিন মারা গেছেন ১১৪ জন। পাশাপাশি, নতুন করে আরও ১২৭৭ জনকে এই ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।

কমিশন জানায়, বুধবার মধ্যরাত পর্যন্ত চীনের মূল ভূভাগে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল মোট ৭৪৫৭৬ জন। পাশাপাশি, মোট ৪৯২২ জনকে এই ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। এদিকে, ভাইরাসে আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে মোট ১৬১৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন মোট ২১১৮ জন। তা ছাড়া, মোট ১,২৬,৩৬৩ জনকে চিকিত্সা-পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ওদিকে, হংকং, ম্যাকাও ও তাইওয়ান অঞ্চলে এই ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ জনে। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে ৬৫ জন রয়েছেন। এর মধ্যে ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং ২ জন মারা গেছেন। ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলে ১০ জন রয়েছেন। এর মধ্যে ৬ জন সুস্থ হয়েছেন। তাইওয়ানে ২৪ জন রয়েছেন, যাদের মধ্যে ২ জন সুস্থ হয়েছেন এবং ১ জন মারা গেছেন। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040