উহানে পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ার নবনিযুক্ত কনসুল জেনারেল
  2020-02-20 16:00:12  cri
ফেব্রুয়ারি ২০: আজ (বৃহস্পতিবার) চীনের হুপেই প্রদেশের রাজধানী উহানে পৌঁছান দক্ষিণ কোরিয়ার নবনিযুক্ত কনসুল জেনারেল কাং সিউং-সিঅক। এ সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং বলেন, দক্ষিণ কোরিয়ার এ সিদ্ধান্ত নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে চীনকে সাহস যোগাবে।

মুখপাত্র বলেন, এই গুরুত্বপূর্ণ সময়ে দক্ষিণ কোরিয়ার এই উদ্যোগ প্রমাণ করে যে, দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর সিওল যথেষ্ট গুরুত্ব দেয়। কনসুল জেনারেলকে দায়িত্ব পালনে সব ধরনের সযোগিতা দেবে চীন সরকার।

মুখপাত্র আরও বলেন, ভাইরাসের সংক্রমণ দেখার পর পরই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টসহ বিভিন্ন নেতা ভাইরাস মোকাবিলায় দু'দেশের যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। ভাইরাস ঠেকাতে চীনকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তারা। দক্ষিণ কোরিয়ায় চীনের দূতাবাসে ত্রাণসামগ্রীও দিয়েছে দক্ষিণ কোরিয়ার জনসাধারণ। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040