শিল্পপ্রতিষ্ঠানগুলোত পর্যায়ক্রমে কাজ শুরু হওয়ায় চীনে কর্মীদের জন্য বিশেষ ট্রেন
  2020-02-20 15:40:09  cri
ফেব্রুয়ারি ২০: শিল্পপ্রতিষ্ঠানগুলোতে পর্যায়ক্রমে কাজ শুরু হওয়ার প্রেক্ষাপটে, চীনের বিভিন্ন স্থান থেকে কর্মীদের নিরাপদে কর্মস্থলে পৌঁছানো নিশ্চিত করতে বিশেষ ট্রেন চালু করা হয়েছে। গতকাল (বুধবার) চীনের কুয়াং তুং ও কুয়াং সি প্রদেশের দুটো স্থানীয় সরকারের যৌথ উদ্যোগে প্রথম বিশেষ ট্রেন চালু হয়।

কুয়াং সি প্রদেশের 'পাই স্য' স্টেশন থেকে পার্ল রিভার ডেল্টা (পিআরডি) অঞ্চলে সংশ্লিষ্ট যাত্রীদের পরিবহন করছে এই বিশেষ ট্রেন। 'পাই স্য' অঞ্চলের ৩৭ হাজার ৮ শ' দরিদ্র মানুষ এলাকার বাইরে কাজ করেন।

বিশেষ ট্রেন চালু হওয়ায় ৭৫৬ জন কর্মী কুয়াং চৌ ও শেন চেনসহ ১৬টি শহরে যাতায়াতে সুবিধা পাচ্ছেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040