রাশিয়ায় চীনা পর্যটকদের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করবে রুশ সরকার
  2020-02-19 19:55:21  cri
ফেব্রুয়ারি ১৯: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) ঠেকাতে অস্থায়ী সীমিত ব্যবস্থা নিয়েছে রাশিয়া। এর অংশ হিসেবে চীনা পর্যটকদের ওপর সেদেশ ভ্রমণে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এ সম্পর্কে আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং বলেন, রুশ কর্তৃপক্ষ ইতোমধ্যেই কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চীনকে এ বিষয়ে জানিয়েছে। চীন বিশ্বাস করে, রাশিয়াসহ আন্তর্জাতিক সমাজ ন্যায্যতার ভিত্তিতে বর্তমান পরিস্থিতিকে বিচার করবে এবং এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে মানবীয় আদান-প্রদান ও বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতায় তার নেতিবাচক প্রভাব পড়ে।

মুখপাত্র বলেন, ভাইরাসের প্রাদুর্ভাবের নেতিবাচক প্রভাব কমিয়ে দিতে ২০ ফেব্রুয়ারি থেকে চীনা পর্যটকদের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। রাশিয়া ও চীন পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু। ভাইরাস প্রতিরোধে রুশ সরকারের ধারাবাহিক ব্যবস্থাকে গুরুত্ব দেয় চীন। এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে চীনকে অনেক সহায়তাও দিয়েছে রাশিয়া।

(ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040