নভেল করোনাভাইরাস ঠেকাতে চিকিত্সাকর্মীদের যত্ন নিতে হবে: সি চিন পিং
  2020-02-19 18:30:46  cri
ফেব্রুয়ারি ১৯: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, নভেল করোনাভাইরাস (কোভিড-১৯)-এর বিরুদ্ধে চলমান লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হচ্ছেন চিকিত্সাকর্মীরা। তাদের যত্ন নিতে হবে। তিনি আজ আজ (বুধবার) এক গুরুত্বপূর্ণ নির্দেশনায় এসব কথা বলেন।

প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, চিকিত্সাকর্মীদের ওপর চাপ কমাতে, তাদের প্রতিদিনকার প্রয়োজন মেটাতে, এবং তাদের বিশ্রাম সুনিশ্চিত করতে হবে। তাদের নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে।

উল্লেখ্য, নভেল করোনাভাইরাসের প্রকোপ দেখা দেওয়া পর থেকে চীনের চিকিত্সাকর্মীরা আক্রান্তদের চিকিত্সায় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই প্রক্রিয়ায় উল্লেখযোগ্য-সংখ্যক চিকিত্সাকর্মী নিজেরা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে কয়েকজন মারাও গেছেন। (ওয়াং হাইমান/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040