কেন্দ্রীয় প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোর উত্পাদনের লক্ষ্যমাত্রা পরিবর্তন হবে না: এসএএসএসি
  2020-02-19 17:01:41  cri
ফেব্রুয়ারি ১৯: কেন্দ্রীয় প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো চলতি বছরের শুরুতে যে উত্পাদন-লক্ষ্যমাত্রা ঠিক করেছিল, তাতে কোনো পরিবর্তন আসবে না। চীনা রাষ্ট্রীয় পরিষদের সম্পদ তদারকি ও রাজ্য কাউন্সিলের প্রশাসন কমিশন (এসএএসএসি)-এর উপপরিচালক রেন হং পিন গতকাল (মঙ্গলবার) এ কথা বলেন।

রেন হং পিন বলেন, এসএএসএসি ও কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো চলতি বছরের পূর্বনির্ধারিত বিভিন্ন লক্ষ্য পূরণের চেষ্টা অব্যাহত রাখবে। এর উদ্দেশ্য জাতীয় অর্থনীতি স্থিতিশীল রাখতে ভূমিকা রাখা।

সম্প্রতি কেন্দ্রীয় প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো চিকিত্সাবিষয়ক প্রতিরক্ষামূলক পোশাক, মুখোশ ও অন্যান্য চিকিত্সা-সামগ্রীর সংকটের প্রেক্ষাপটে, মাস্ক উত্পাদনের ম্যাশিনের মতো গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি উত্পাদন বাড়াতে সচেষ্ট হয়। (ছাই/আলিম/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040