চীনকে চিকিৎসা-সামগ্রী দিয়েছে বাংলাদেশ
  2020-02-19 14:38:48  cri

ফেব্রুয়ারি ১৯: গতকাল (মঙ্গলবার) ঢাকার পদ্মা রাষ্ট্রীয় অতিথি হোটেলে চীনকে চিকিৎসা-সামগ্রী দিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জি মিং সংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, মননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চীনকে চিকিৎসা-সামগ্রী দিয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে এনসিপি মহামারী প্রতিরোধে চীনা চিকিৎসক ও নার্সদের প্রতি শ্রদ্ধা জানায় ঢাকা। বাংলাদেশ সবসময় চীনের পাশে রয়েছে এবং জটিল মহামারীর সামনে আমাদের অনুভূতি এক বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।

অনুদানের চিকিৎসা-সামগ্রীর মধ্যে রয়েছে ১০ লাখ চিকিৎসার গ্লাভস, ৫০ লাখ মুখোশ, দেড় লাখ মেডিকেল টুপি, ১ লাখ ডিসপোজিবল হ্যান্ড স্যানিটাইজার বোতল এবং ৮ হাজার প্রতিরোধক পোশাক ইত্যাদি।

এ পর্যন্ত বাংলাদেশে কোনো কোভিড-১৯ আক্রান্ত রোগী পাওয়া যায়নি। উহান থেকে দেশে যাওয়া ৩১২জন বাংলাদেশি কোয়ারেন্টাইন শেষ করে বাড়ি ফিরে গেছেন। অন্যদিকে চীনে অবস্থানরত বাংলাদেশিদের যত্ন নেওয়ায় চীনকে ধন্যবাদ জানায় বাংলাদেশ।(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040