বেইজিং শীতকালীন অলিম্পিকের সাংগঠনিক কমিটির পাশে থাকবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি
  2020-02-18 17:15:02  cri
ফেব্রুয়ারি ১৮: গতকাল (সোমবার) আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)-র কর্মকর্তাদের সঙ্গে বেইজিং শীতকালীন অলিম্পিকের সাংগঠনিক কমিটির ভিডিও-সম্মেলন অনুষ্ঠিত হয়ে। সম্মেলনে, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজ নিয়ে আলোচনা করা হয়।

বেইজিংয়ের উপ-মেয়র ও বেইজিং শীতকালীন অলিম্পিকের সাংগঠনিক কমিটির কার্যনির্বাহী ভাইস-চেয়ারম্যান চাং চিয়ান তুং সম্মেলনে বলেন, নভেল করোনাভাইরাসের সংক্রমণ দেখার পরই, চীনের অলিম্পিক কমিটির কাছে চিঠি পাঠান আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান থমাস বাখ। চিঠিতে তিনি আশা করেন, বেইজিং শীতকালীন অলিম্পিকের সাংগঠনিক কমিটির প্রস্তুতিমূলক কাজের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

ভিডিও সম্মেলনে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ভাইস-চেয়ারম্যান হুয়ান আন্তোনিও সামারাঞ্চ বলেন, বর্তমানে চীন এই ভাইরাসের কারণে জটিল অবস্থার সম্মুখীন। কিন্তু বেইজিং শীতকালীন অলিম্পিকের সাংগঠনিক কমিটির পাশেই থাকবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে চীন জয়ী হবে বলেও তিনি আশাবাদ প্রকাশ করেন। (ওয়াং হাইমান/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040