বিশ্ব স্থাস্থ্য সংস্থার সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য ভাগাভাগি করছে চীন: হু মহাপরিচালক
  2020-02-18 16:39:48  cri
ফেব্রুয়ারি ১৮: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র মহাপরিচালক তেদ্রোস আদহানম গতকাল (সোমবার) জেনিভায় বলেন, চীন হু'র সঙ্গে একটি গবেষণামূলক প্রবন্ধ শেয়ার করেছে, যাতে ৪৪০০০ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীর বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত আছে। এসব তথ্য মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণে হু-কে সাহায্য করবে।

মহাপরিচালক বলেন, এসব তথ্য থেকে নভেল করোনাভাইরাসে আক্রান্তদের বয়স, রোগের তীব্রতা ও মৃত্যুর হার ভালোভাবে জানা যাবে। এসব তথ্যের ভিত্তিতে হু অন্যান্য দেশকে পরামর্শ দিতে পারবে। তিনি অন্যান্য সকল দেশকেও ভাইরাসসম্পর্কিত তথ্য ভাগাভাগি করার আহ্বান জানান।

(তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040