চীনের বিভিন্ন স্থান থেকে হুপেই গেছেন ৩২০০০ চিকিত্সাকর্মী
  2020-02-18 16:37:45  cri

ফেব্রুয়ারি ১৮: চীনা জাতীয় স্বাস্থ্য কমিশনের একজন কর্মকর্তা গতকাল (সোমবার) অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে জানান, হুপেই প্রদেশের ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিত্সাসেবা দেওয়ার জন্য চীনের বিভিন্ন স্থান থেকে প্রায় ৩২০০০ চিকিত্সাকর্মী নিয়োগ করা হয়েছে। এসব চিকিত্সাকর্মী মূলত সংক্রামক রোগ নিয়ে ও আইসিইউ-তে কাজের অভিজ্ঞতাসম্পন্ন।

কর্মকর্তা আরও জানান, উহানে গুরুতর রোগীর সংখ্যা বেশি বলে আইসিইউ-তে কাজের অভিজ্ঞতাসম্পন্ন চিকিত্সাকর্মীর সংখ্যাও বেশি। দেশের বিভিন্ন স্থান থেকে এমন চিকিত্সাকর্মী সেখানে নিয়োজিত আছেন প্রায় ১১০০০ জন। এদের সংখ্যা গোটা দেশের মোট সংখ্যার ১০ শতাংশ। পাশাপাশি, চীনের বিভিন্ন স্থান থেকে ২২টি জাতীয় জরুরি চিকিত্সাদল ও ৩টি P3 মোবাইল পরীক্ষাগার হুপেই প্রদেশে পাঠানো হয়েছে।

(তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040