ভাইরাসের চেয়েও মারাত্মক হলো গুজব: সিআরআই সম্পাদকীয়
  2020-02-18 16:34:26  cri
ফেব্রুয়ারি ১৮: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯)-এর প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর চীন সরকার ১৪০ কোটি চীনা মানুষকে নেতৃত্ব দিয়ে, অভূতপূর্ব সাহস ও সংকল্প নিয়ে, 'অদৃশ্য শত্রু'-র বিরুদ্ধে নিরবচ্ছিন্ন লড়াই চালিয়ে যাচ্ছে। এ প্রচেষ্টার অংশ হিসেবে মাত্র ২০ দিনেরও কম সময়ে হুপেই প্রদেশের উহানে দু'টি বিশেষ হাসপাতাল ও কয়েকটি অস্থায়ী হাসপাতাল নির্মিত হয়েছে। গোটা চীন থেকে হাজার হাজার চিকিত্সক ও নার্স হুপেই প্রদেশে গেছেন ও যাচ্ছেন ভাইরাসে আক্রান্তদের চিকিত্সাসেবা দিতে। তারা ফ্রন্টলাইনে থেকে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। বস্তুত, চীনের নেওয়া প্রতিরোধমূরক ব্যবস্থা নতুন আন্তর্জাতিক মানদন্ড সৃষ্টি করেছে।

কিন্তু কিছু পাশ্চাত্য দেশ আগাগোড়াই চীনকে 'দুর্বল ব্যবস্থা' ও 'তথ্য গোপন'-এর তথাকথিত অভিযোগে অভিযুক্ত করে আসছে। তারা ভাইরাসকে ইস্যু বানিয়ে চীনের রাজনৈতিক ব্যবস্থার ওপর আঘাত হানতে সচেষ্ট আছে। কোনো কোনো তথাকথিত বড় গণমাধ্যম নভেল করোনাভাইরাস 'চীনের তৈরী' বলেও প্রচার করছে। এটি আসলে বর্ণ-বৈষম্যের একটি রূপ।

অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আদহানম সত্যের ভিত্তিতে সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ায় চীনা সরকারের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ভাইরাস প্রতিরোধের সময় আন্তর্জাতিক সমাজের উচিত মিথ্যা পরিহার করা। এখন আন্তর্জাতিক সমাজের বৃহত্তম শত্রু ভাইরাস নয়, গুজব। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040