চীনের শেনইয়াং থেকে ইউরোপগামী মালবাহী ট্রেন চলাচল পুনরায় শুরু
  2020-02-18 16:30:23  cri
ফেব্রুয়ারি ১৮: মালবাহী ট্রেন এক্স-৮০৫৯ গতকাল (সোমবার) যন্ত্রাংশ ও হালকা শিল্পপণ্য নিয়ে চীনের শেনইয়াং পূর্ব রেলস্টেশন থেকে মস্কোর উদ্দেশ্যে যাত্রা করে। ১৮ দিন পর ট্রেনটি মস্কো পৌঁছাবে। জানা গেছে, চলতি সপ্তাহে সাতটি মালবাহী ট্রেন চীন ও ইউরোপের মধ্যে আসা-যাওয়া করবে।

চীনে নভেল করোনাভাইরাস ছড়িয়ে পরার পর লিয়াওনিং প্রদেশ থেকে ট্রেন চলাচল গত ৩ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ছিল। শুল্ক বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা জানান, ভাইরাসের কারণে কোনো কোনো পণ্য সড়ক পথের পরিবর্তে রেলপথে পরিবহন করা হচ্ছে।

উল্লেখ্য, শেনইয়াং ও মানচৌলি থেকে ইউরোপগামী ট্রেন চলাচল শুরু হয় ২০১৫ সালের ৩০ অক্টোবর। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040