ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে হুপেই প্রদেশের ই ছাং শহরে বহু ব্যবস্থা নেওয়া হয়েছে
  2020-02-17 16:42:26  cri
ফেব্রুয়ারি ১৭: চীনের হুপেই প্রদেশের নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোবিষয়ক কর্ম-পরিচালনাকেন্দ্র গতকাল (সোমবার) এক প্রেস ব্রিফিং আয়োজন করে। এতে এই ভাইরাসে ই ছাং শহরের প্রতিরোধব্যবস্থা এবং ই ছাং শহরে ফু চিয়ান প্রদেশের সহায়তার চিত্র তুলে ধরা হয়।

সম্মেলনে চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি'র) হুপেই প্রদেশের ই ছাং শহরের স্থায়ী কমিটির উপ-সম্পাদক ও মেয়র চাং চিয়া শেং বলেন, ই ছাং শহরে এই ভাইরাসের পরিস্থিতি আরও জটিল। এখানে ভাইরাসে আক্রান্ত গুরুতর রোগীর সংখ্যা বেশি।

তিনি আরও বলেন, ভাইরাসে নতুন করে আক্রান্তদের নিবন্ধনের কাজ আরও সঠিক ও সার্বিকভাবে করতে হবে; চিকিত্সা পর্যবেক্ষণের আওতায় থাকা মানুষের জন্য আলাদা ব্যবস্থা সুসংহত করতে হবে; এবং আক্রান্তদের সংস্পর্শে থাকা মানুষগুলোকে রক্ষায় আলাদাভাবে ব্যবস্থা নিতে হবে।

এদিকে, এই ভাইরাস ঠেকাতে ই ছাং শহরকে সরাসরি সহায়তা দিচ্ছে চীনের ফু চিয়ান প্রদেশ। এবারের সম্মেলনে ফুচিয়ান প্রদেশের চিকিত্সাদলের কর্ম-পরিচালনা কেন্দ্রের উপ-প্রধান এবং ফু চিয়ান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম হাসপাতালের প্রধান খাং তে চি বলেন, এই ভাইরাসে আক্রান্তদের সাধারণ রোগী থেকে গুরুতর রোগীতে পরিণত হওয়া ঠেকানো বেশি জরুরি। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040