বন্ধুরা, শুনছিলেন তেন্গ্রি'র কণ্ঠে 'কিংবদন্তি' শীর্ষক গান। ১৯৮৯ সালে তিনি পপ সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। ১৯৮৬ সালে তিনি 'মঙ্গোলিয়ান মানুষ' শীর্ষক গান দিয়ে সারা চীনে জনপ্রিয় হয়ে ওঠেন। একই বছরে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ১৯৮৮ সালে তিনি নিজে গান প্রযোজনা শুরু করেন। ১৯৮৯ সালে তিনি চীনা সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় পপ সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান পান। এখন শোনাবো তাঁর কন্ঠে 'মঙ্গোলিয়ান মানুষ' শীর্ষক গান। গানটির সুরে মঙ্গোলীয় জাতির লোক-সংগীতের বৈশিষ্ট্য দেখা যায়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন তেন্গ্রির কন্ঠে 'মঙ্গোলিয়ান মানুষ' শীর্ষক গান। ১৯৯২ সালে তিনি তাইপেইতে গিয়ে ব্যক্তিত্ব কনসার্ট আয়োজন করেন। মূল ভূভাগের কোনো কন্ঠশিল্পীর সেটাই ছিল প্রথম তাইওয়ানে আয়োজিত কনসার্ট। ১৯৯৩ সালে তিনি ছাংলাং নামের ব্যান্ড প্রতিষ্ঠা করেন। তিনি হন ব্যান্ডটির প্রধান গায়ক। ১৯৯৪ সালে তিনি চলচ্চিত্রের সংগীত-প্রযোজক হিসেবে কাজ শুরু করেন। তিনি ১৯তম মন্ট্রিল আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে শ্রেষ্ঠ সংগীতজ্ঞের পুরস্কার লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'মাংচং' শীর্ষক গান। আশা করি, আপনারা এ সুন্দর চীনা লোকসংগীত পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন তেন্গ্রির কন্ঠে 'মাংচং' শীর্ষক গান। ২০০১ সালের জুন মাসে তেন্গ্রি চীনা রাষ্ট্রীয় পরিষদের বিশেষ ভাতা লাভ করেন। ২০০২ সালের এপ্রিল মাসে তিনি প্রথম দফা রাজধানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সবুজ চিত্রদূত ও ভালবাসা দূতের মর্যাদা পান। ২০০৪ সালে তিনি শ্রমিক পদক লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'স্বর্গ' শীর্ষক গান। গানটি ১৯৯৭ সালে রিলিজ হয়। ২০০১ সালে তেন্গ্রি 'স্বর্গ' গানটির ইংরেজি সংস্করণ প্রকাশ করেন। ২০০০ সালে গানটি চীনের 'সোনার গান' পুরস্কার লাভ করে। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন তেন্গ্রি'র কন্ঠে 'স্বর্গ' শীর্ষক গান। তেন্গ্রির চার জন ভাই-বোন আছে। তাঁর বাবা-মা হলেন স্থানীয় বিখ্যাত কন্ঠশিল্পী। সেজন্য তিনি ছোটবেলা থেকে সংগীতে আগ্রহী হয়ে ওঠেন। ১৯৭৫ সালে তিনি ইনার মঙ্গোলিয়ার শিল্প বিদ্যালয়ে ভর্তি হন। প্রথমে তিনি নাচ শিখতেন। কিন্তু তাঁর নাচে দক্ষতা বেশি না। পরে তিনি বাদ্যযন্ত্র শিখা শুরু করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'আমার প্রেমের জন্মস্থান' শীর্ষক গান। গানটি ১৯৮৭ সালে রিলিজ হয়। গানটি হলো চীনের একটি ক্লাসিকাল গান। প্রথমে গেয়েছেন ফান লিন লিন। আশা করি, আপনারা তেন্গ্রি'র কন্ঠে গানটি পছন্দ করবেন।
প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম/তুহিনা)