সহজ চীনা ভাষা—'জনাব ইয়ে শেং থাও'র গল্প'
  2020-02-17 16:23:13  cri

বন্ধুরা, এবার আপনাদের এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি। এই পাঠ হচ্ছে মূলত একটি জীবনী। এতে চীনের বিখ্যাত লেখক, শিক্ষাবিদ ইয়ে শেং থাও'র ঘটনা বলা হয়েছে। ইয়ে শেং থাও ১৮৯৪ সালে চীনের সুচৌ শহরে জন্মগ্রহণ করেন। স্কুল থেকে স্নাতক পাসের পর ইয়ে শেং থাও প্রাথমিক স্কুলের শিক্ষকতা শুরু করেন। স্কুলে তিনি চীনা ভাষা শিখানোর পাশাপাশি উপন্যাস রচনা করতে থাকেন। চীনের প্রথম আধুনিক রূপকথার বই তিনিই লিখেছেন। তা ছাড়া ইয়ে শেং থাও অনেক কবিতা, নাটক ও সাহিত্যিক মন্তব্য লিখেছেন এবং শিশুদের জন্য পাঠ্যপুস্তকও রচনা করেছেন। তার লেখাগুলো শিশু ও যুবকদের মধ্যে বেশ জনপ্রিয়। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর ইয়ে শেং থাও উপশিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। তাঁর কার্যমেয়াদে তিনি চীনের আধুনিক শিক্ষাব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

এই পাঠ হচ্ছে চীনের পণ্ডিত, সাহিত্যিক ও ইয়ে শেং থাও'র বন্ধু চাং চোং সিংয়ের লেখা জীবনী। এতে লেখক ইয়ে শেং থাও'র জীবনের কিছু ছোট ছোট বিষয় তুলে ধরেছেন। যেমন, কত মনোযোগ দিয়ে পাঠ্যপুস্তক লিখেছিলেন, কীভাবে সহকর্মীর সঙ্গে আচরণ করতেন ও বন্ধুদের সাহায্য করতেন ইত্যাদি। এসব ছোট ব্যাপার থেকে প্রতিফলিত হয় ইয়ে শেং থাওয়ের মহান ও উন্নত চরিত্র, আর এমন চরিত্র লেখকের শান্ত ও আবেগপূর্ণ কথায় পাঠকদের মুগ্ধ করে।

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

文章 wén zhāng প্রবন্ধ 课文 kè wén পাঠ

感动 gǎn dòng মুগ্ধ 我很感动 wó hěn gǎn dòng আমি খুব মুগ্ধ। 他的故事感动了我 tā de gù shìgǎn dòng le wǒ তার গল্প আমাকে মুগ্ধ করেছে।

同意 tóng yì রাজি/সম্মত 征得同意zhēng dé সম্মতি পাওয়া 他不同意这件事 tā bùtóng yì zhè jiàn shìসে এই ব্যাপার রাজি/সম্মতনা।

改革gǎi gé সংস্কার 改革开放gǎi gé kāi fàng সংস্কার ও উন্মুক্তকরণ文学改革 wén xué gǎi gé সাহিত্য সংস্কার 社会改革 shè huì gǎi gé সামাজিক সংস্কার经济改革 jīng jì gǎi gé অর্থনৈতিক সংস্কার

进步 jìn bù অগ্রগতি取得进步 qǚ dé jìn bùঅগ্রগতি অর্জন করা

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040