ভারত ও পাকিস্তানকে সংলাপের মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান জানিয়েছেন গুতেরহিস
  2020-02-17 13:04:08  cri
ফেব্রুয়ারি ১৭: পাকিস্তান সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস ভারত ও পাকিস্তানকে উত্তেজনা কমানো এবং আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান জানিয়েছেন।

গতকাল(রবিবার) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জনাব কুরেশির সঙ্গে ইসলামাবাদে যৌথ সাংবাদিক সম্মেলনে গুতেরহিস বলেন, তিনি পাক-ভারত উত্তেজনা বৃদ্ধিতে গভীর উদ্বিগ্ন। তিনি দু'দেশকে চূড়ান্ত সংযম করা এবং উত্তেজনা হ্রাসের আহ্বান জানান। এ বিষয়ে তিনি "মধ্যস্থতা করতে ইচ্ছুক" বলেও জানান।

গুতেরহিস বলেন, শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার একমাত্র উপায় কূটনীতি ও সংলাপ। কেবল কূটনীতি ও সংলাপের মাধ্যমেই 'জাতিসংঘ সনদ' এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি সমাধান বের করা যায় বলে উল্লেখ করেন তিনি।

মহাসচিব বলেন, ভারত ও পাকিস্তানে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক-দলগুলো নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিরতি চুক্তি রক্ষার কাজ করবে।

(জিনিয়া/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040