হুয়াওয়েইর অগ্রগতিতে পাশ্চাত্য বিশ্বের অসুবিধা: সিআরআই সম্পাদকীয়
  2020-02-16 19:42:50  cri
ফেব্রুয়ারি ১৬: কেন হুয়াওয়েই'র ৫জি প্রযুক্তি পাশ্চাত্য দেশগুলোর রাজনৈতিক ব্যবস্থার প্রতি হুমকি হবে? আপনি কি মনে করেন, গণতান্ত্রিক ব্যবস্থা এতো দুর্বল? শুধু হুয়াওয়েই কি এ ধরণের উচ্চ পর্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তি কোম্পানি, যে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি হুমকি হয়ে দেখা দিতে পারে? চীনের একজন নারী কূটনীতিক ফু ইং মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিকে এসব প্রশ্ন করেন সম্প্রতি।

গতকাল (শনিবার) মিউনিখে আয়োজিত নিরাপত্তা সম্মেলনে পেলোসি চীনের বিরুদ্ধে টেলিযোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়েই'র মাধ্যমে 'ডিজিটাল স্বৈরাচার' প্রতিষ্ঠার চেষ্টার অভিযোগ আনেন। তিনি বলেন, চীন সেসব দেশের বিরুদ্ধে অর্থনৈতিক প্রতিশোধ গ্রহণ করবে, যেসব দেশ হুয়াওয়েই'র প্রযুক্তি ব্যবহার করবে না। পেলোসি শান্তভাবে মিথ্যা কথা বলেছেন।

এবারের মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণকারী চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রয়টার্সের সাংবাদিক আলেসান্দ্রা গ্যালনিকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, অনেক দেশ, যেমন ব্রিটেন ও জার্মানি এ ধরণের মিথ্যা কথা বিশ্বাস করে না। এসব দেশ অন্যান্য দেশের প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগ করার সুযোগ দিতে চায়। কিন্তু যুক্তরাষ্ট্র চায় না অন্যান্য দেশের প্রতিষ্ঠান অর্থনীতি এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অগ্রগতি অর্জন করুক। বস্তুত, হুয়াওয়েই পাশ্চাত্য দেশগুলোর গণতন্ত্রিক ব্যবস্থার জন্য কোনো অবস্থাতেই হুমকি নয়। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040