ইউরোপীয় বিমানের ওপর অতিরিক্ত মার্কিন শুল্ক আরোপে অসন্তুষ্ট এয়ারবাস
  2020-02-16 19:38:03  cri
ফেব্রুয়ারি ১৬: ইউরোপীয় বিমানের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের মার্কিন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে বিমান নির্মাতা কোম্পানি এয়ারবাস। স্থানীয় সময় গতকাল (শনিবার) এক বিবৃতিতে এয়ারবাস এ অসন্তোষ প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়, শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত দু'পক্ষের বাণিজ্যিক সম্পর্কে উত্তেজনা বাড়াবে এবং মার্কিন এয়ারলাইন কোম্পানিগুলোকেও অনিশ্চয়তায় ফেলবে। অতিরিক্ত শুল্কের ফলে এয়ারলাইন ও বিমানযাত্রীদের ব্যয় বাড়বে।

উল্লেখ্য, মার্কিন বাণিজ্যিক প্রতিনিধি কার্যালয় স্থানীয় সময় শুক্রবার ইউরোপের সুপরিসর বেসামরিক বিমানের ওপর আমদানি-শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দেয়। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040