নভেল করোনাভাইরাসে আক্রান্তদের চিকিত্সায় ক্লোরোকুইন ফসফেটের সফল ব্যবহার
  2020-02-16 19:24:05  cri
ফেব্রুয়ারি ১৬: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তদের চিকিত্সায় ক্লোরোকুইন ফসফেট নামক একটি ওষুধের সফল প্রয়োগ করা হয়েছে চীনের বেইজিং ও কুয়াংতুংয়ের কয়েকটি হাসপাতালে। নভেল করোনাভাইরাস সম্পর্কে চীনের রাষ্ট্রীয় পরিষদের যৌথ প্রতিরোধ ও যৌথ নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে গতকাল (শনিবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরা হয়।

ব্রিফিংয়ে বলা হয়, এই ওষুধ প্রয়োগের ফলে শতাধিক রোগী সুস্থ হয়ে ওঠেন। কোভিড-১৯-এর প্রতিরোধক ওষুধ আবিষ্কার করতে গত কয়েকদিন ধরে গোটা চীনে ৭০ হাজারেরও বেশি ওষুধ ও কম্পাউন্ড নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, ওষুধ ও টিকা নিয়ে গবেষণা চলছে। কিছু টিকা ইতোমধ্যেই পশুর ওপর প্রয়োগ করা হয়েছে। চীন এ ব্যাপারে আন্তর্জাতিক সমাজের সঙ্গে সহযোগিতা করে যাবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040