কিছুদিন বিরতির পর চীনের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে উত্পাদন শুরু
  2020-02-16 15:54:30  cri

ফেব্রুয়ারি ১৬: বসন্ত উত্সবের ছুটিসহ বিভিন্ন কারণে কিছুদিন বন্ধ থাকার পর, চীনের বিভিন্ন স্থানে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে উত্পাদন শুরু হয়েছে। বিশেষ করে সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলোর কোনো কোনোটিতে চিকিত্সা-সামগ্রী উত্পাদনের কাজ পুরোদমে চলছে।

গতকাল (শনিবার) চীনের জাতীয় খাদ্যশস্য ও সামগ্রী রিজার্ভ ব্যুরো ৬ দফায় দেশের বিভিন্ন স্থানে প্রয়োজনীয় পণ্য প্রেরণ করে। এসব পণ্যের মধ্যে আছে তাবু, তুলার কোট, লেপ, ফোল্ডিং বিছানা ইত্যাদি। এসব পণ্য হুপেই, চ্য চিয়াং, হ্য নান, চিয়া সি ও কুই চৌ প্রদেশে ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ব্যবহৃত হবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040