হুপেই ছাড়া চীনে নতুন করে নভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বিগত ১২ দিন ধরে কমেছে
  2020-02-16 15:32:48  cri
ফেব্রুয়ারি ১৬: চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, একমাত্র হুপেই প্রদেশ ছাড়া, দেশের অন্য সকল স্থানে বিগত ১২ দিন ধরে নতুন করে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমেছে। কমিশনের তথ্যানুসারে, গতকাল (শনিবার) হুপেই ছাড়া চীনে নতুন করে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ১৬৬ জন।

এদিন মধ্যরাত ১২টা পর্যন্ত, চীনের মূল ভূভাগে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৬৮৫০০ জনে। পাশাপাশি, নতুন করে আরও ৮২২৮ জনকে এই ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। এদিকে, শনিবার পর্যন্ত হাসপাতাল থেকে ৯৪১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তা ছাড়া, ভাইরাসে গোটা চীনে এ পর্যন্ত মারা গেছেন ১৬৬৫ জন। ওদিকে, রোগীদের সংস্পর্শে থাকা ৫ লাখ ২৯ হাজার ৪১৮ জনের মধ্যে আরও ১ লাখ ৫৮ হাজার ৭৬৪ জন চিকিত্সামূলক পর্যবেক্ষণের আওতায় আছেন।

এদিকে, হংকং, ম্যাকাও ও তাইওয়ান অঞ্চলে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ জনে। এর মধ্যে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে ৫৬ জন, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলে ১০ জন এবং তাইওয়ানে ১৮ জন রয়েছেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040