চীন মহামারীসম্পর্কিত সঠিক তথ্য পরিবেশন করে আসছে: সিআরআই সম্পাদকীয়
  2020-02-15 20:54:02  cri
ফেব্রুয়ারি ১৫: চীন একের পর এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে নভেল করোনাভাইরাসের সংক্রমণসংশ্লিষ্ট সকল তথ্য জানিয়ে আসছে আন্তর্জাতিক সমাজকে। এক্ষেত্রে কোনো লুকোচুরির বালাই নেই।

চীনা রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যলয় আজ (শনিবার) উহানে সাংবাদিক সম্মেলন আয়োজন করে। সম্মেলনে হুপেই প্রদেশে ভাইরাস-প্রতিরোধ ও আক্রান্তদের চিকিত্সাপরিস্থিতি তুলে ধরা হয়। সম্মেলন থেকে অনলাইনেও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়া হয়।

পরিসংখ্যান বলছে, বর্তমানে চীনে নভেল করোনাভাইরাস প্রতিরোধমূলক কাজে ইতিবাচক সাফল্য অর্জিত হয়েছে। মহামারী আকস্মিকভাবে ছড়িয়ে যাওয়ায় অবশ্যই আমাদের নার্ভাস লাগছে। কিন্তু উন্মুক্ত ও স্বচ্ছ তথ্য হচ্ছে শ্রেষ্ঠ স্ট্যাবিলাইজার। গত ২২ জানুয়ারি থেকে চীন সরকার টানা ২৫টি ভাইরাস প্রতিরোধসংশ্লিষ্ট সাংবাদিক সম্মেলন আয়োজন করেছে। হুপেই প্রদেশসহ চীনের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন পর্যায়ের সরকার সময়মতো সাংবাদিক সম্মেলন আয়োজন করে সর্বশেষ তথ্য প্রকাশ করে যাচ্ছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যমে চীনের প্রয়াস ও স্বচ্ছতার প্রশংসা করেন। কিন্তু সম্প্রতি মার্কিন হোয়াইট হাউসের জাতীয় অর্থনীতি কমিশনের পরিচালক ল্যারি কুডলো চীনের বিরুদ্ধে উন্মুক্তভাবে নভেল করোনাভাইরাস প্রতিরোধসর্ম্পকিত তথ্য প্রকাশ না-করার অভিযোগ তোলেন। তিনি বলেন, 'গত ১২ ফেব্রুয়ারি সংক্রমণের সংখ্যা ছিল ১৫১৫২ জন। কিন্তু আগের দিন ছিল তারচেয়ে অনেক কম!' বস্তুত, সংক্রমিত রোগীর সংখ্যা হঠাৎ বৃদ্ধির কারণ চীন সরকার স্পষ্ঠভাবে জানিয়েছিল। আমরা জানি না যে, কুডলো দেখেন না বা তাঁর চিকিত্সা-বিজ্ঞানের জ্ঞান নেই।

চীন আন্তর্জাতিক সমাজের সঙ্গে ভাইরাস প্রতিরোধে সহযোগিতা করে আসছে স্বচ্ছ ও উন্মুক্ত মন নিয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আদহানমও এ ব্যাপারে চীনের প্রশংসা করেছেন।

বস্তুত, চীন ভাইরাসসংশ্লিষ্ট সকল তথ্য অত্যন্ত সততার সঙ্গে আন্তর্জাতিক সমাজের সাথে শেয়ার করে আসছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040