হুপেই প্রদেশে গোটা চীন থেকে ২৫,৬৩৩ জন চিকিত্সা-কর্মী নিয়োগ
  2020-02-15 19:10:14  cri
ফেব্রুয়ারি ১৫: শুক্রবার মধ্যরাত ১২টা পর্যন্ত, হুপেই প্রদেশের ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিত্সা-সেবা দিতে চীনের বিভিন্ন স্থান থেকে নিয়োগ করা হয় ২৫,৬৩৩ জন মেডিকেল-কর্মীকে। এই সংখ্যা সিছুয়ান প্রদেশের ওয়েনছুয়ান ভয়াবহ ভূমিকম্পের পর ত্রাণকাজে নিয়োজিত চিকিত্সা-কর্মীদের চেয়ে বেশি। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের উপ-মহাপরিচালক ওয়াং হ্য শেং আজ (শনিবার) উহানে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। ,

তিনি বলেন, শুক্রবার মধ্যরাত ১২টা পর্যন্ত, হুপেইয়ে গোটা চীন থেকে মোট ২১৭টি চিকিত্সাদল পাঠানো হয়। এর মধ্যে উহানে রয়েছে ১৮১টি চিকিত্সাদল এবং ২০,৩৭৪ জন চিকিত্সা-কর্মী। অন্যান্য শহরে চিকিত্সাদলের সংখ্যা ৩৬টি এবং চিকিত্সা-কর্মীর সংখ্যা ৫২৫৯ জন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040