উহানে 'তাহুয়াশান' স্টেডিয়াম এখন অস্থায়ী হাসপাতাল
  2020-02-15 19:09:23  cri
ফেব্রুয়ারি ১৫: নভেল করোনাভাইরাসে আক্রান্তদের চিকিত্সা দিতে চীনের উহানে কিছু স্টেডিয়াম ও সম্মেলনকেন্দ্রকে অস্থায়ী হাসপাতালে রূপান্তর করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে উহান শহরের চিয়াসি জেলার 'তাহুয়াশান' অস্থায়ী হাসপাতাল।

'‌তাহুয়াশান' স্টেডিয়ামকে এই অস্থায়ী হাসপাতালে রূপান্তর করা হয়েছে। এখানে ৫টি চিকিত্সা-এলাকা এবং ৪০০ শয্যা রয়েছে। নভেল করোনাভাইরাস নিউমোনিয়া (এনসিপি)-তে আক্রান্ত রোগীদের এলোপ্যাথি ও চীনের সনাতন চিকিত্সাবিদ্যা অনুসারে চিকিত্সা দেওয়া হচ্ছে এখানে। প্রথম দফায় হাসপাতালে ৫০ জন রোগী ভর্তি করা হয়।

চীনের থিয়ান চিন কেন্দ্রশাসিত মহানগরের চীনা চিকিত্সা ও ওষুধ বিশ্ববিদ্যালয়ের প্রধান চাং পো লি'র নেতৃত্বে ২০৯ জনের একটি মেডিকেল টিম এখানে চিকিত্সা-সেবা দিচ্ছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040