চীন যত দ্রুত ভাইরাসকে পরাজিত করতে পারবে, ততই তা বিশ্বের জন্য মঙ্গল: সিআরআই সম্পাদকীয়
  2020-02-15 16:52:00  cri
ফেব্রুয়ারি ১৫: সম্প্রতি নিউইয়র্ক টাইমস পত্রিকায় মার্কিন কর্মকর্তা পিটার নাভারোর বরাত দিয়ে চীনকে 'ইনকিউবেটর' হিসাবে বর্ণনা করা হয়। ইতিহাস সাক্ষী, ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে এইচ১এন১ ভাইরাস প্রথম দেখা দেয়। পরে সেই ভাইরাস গোটা বিশ্বের ৬ কোটি মানুষকে আক্রান্ত করে এবং এতে প্রায় ৩ লাখ মানুষ মারা যায়। এ ছাড়া, গত বছর যুক্তরাষ্ট্রে কমপক্ষে ২২ মিলিয়ন মানুষ ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয় এবং এতে ১২ হাজার মানুষ মারা যায়। রোগ সংক্রমণের আওতা ও মৃত্যুর সংখ্যার বিচারে এই দু'টি রোগ বর্তমানের নভেল করোনাভাইরাসের চেয়ে মারাত্মক। এর মানে, কোনো কোনো মার্কিন রাজনীতিক ও গণমাধ্যমের যুক্তি অনুসারেই, যুক্তরাষ্ট্রকে 'ইনকিউবেটর' হিসেবে আখ্যায়িত করা যায়!

আসলে চীনে নভেল করোনাভাইরাস ছাড়িয়ে পড়ার পর থেকেই 'নিউইয়র্ক টাইমস' চীনকে নিয়মিত বিরতিতে আক্রমণ করে যাচ্ছে। এমনকি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর স্ত্রীও এ গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনেছেন। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, যুক্তরাষ্ট্র কি প্রতিবছর ইনফ্লুয়েঞ্জায় নিহতদের প্রকৃত সংখ্যা প্রকাশ করে?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র মহাপরিচালক তেদ্রোস আদহানম বলেছেন, চীন ভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে যে যোগ্যতা ও সামর্থ্যের পরিচিয় দিয়েছে, তা অনস্বীকার্য। এক্ষেত্রে চীন নতুন মানদণ্ড সৃষ্টি করেছে।

বস্তুত, ভাইরাসের কোনো সীমান্ত নেই। বর্তমান বিশ্বায়নের যুগে, চীন যত তাড়াতাড়ি ভাইরাসকে পরাজিত করবে, গোটা বিশ্বের আর্থ-বাণিজ্যিক, পর্যটন ও ব্যক্তিগত যোগাযোগের জন্য তা হবে তত মঙ্গলজনক। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040