'ভাইরাসের নেতিবাচক প্রভাব কাটাতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেওয়া হবে'
  2020-02-15 16:42:54  cri
ফেব্রুয়ারি ১৫: নভেল করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট অঞ্চল, খাত ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন আর্থিক সুবিধা দেওয়া হবে। আজ (শনিবার) ব্যাংক অব চায়নার বীমা তত্ত্বাবধান ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারম্যান লিয়াং থাও এ কথা বলেন।

তিনি বলেন, নতুন উদ্যোগ কেবল যে ভাইরাসে গুরুতরভাবে আক্রান্ত অঞ্চলগুলোর শিল্পপ্রতিষ্ঠানগুলো জন্য, তা নয়; বরং গোটা দেশের বিভিন্ন খাতের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান এতে উপকৃত হবে। এই প্রক্রিয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে ঋণ দেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত, ভাইরাসের নেতিবাচক প্রভাব কমিয়ে আনতে বিভিন্ন প্রতিষ্ঠানকে দেওয়া আর্থিক সংস্থাগুলোর ঋণ-সহায়তার পরিমাণ ছিল ৫৩৭ বিলিয়ন ইউয়ান।

তিনি জানান, আরও কিছু নতুন উদ্যোগ নেবে ব্যাংক অব চায়নার বীমা তত্ত্বাবধান ব্যবস্থাপনা কমিটি। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040