ভাইরাস মোকাবিলায় বিভিন্ন পক্ষ কাজ করছে; অগ্রগতিও অর্জিত হয়েছে: হু মহাপরিচালক
  2020-02-15 15:41:48  cri
ফেব্রুয়ারি ১৫: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র মহাপরিচালক তেদ্রোস আদহানম বলেছেন, নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় বিশ্বের বিভিন্ন পক্ষ উদ্যোগ নিয়েছে এবং তাদের প্রচেষ্টায় সাফল্যও অর্জিত হয়েছে। তিনি গতকাল (শুক্রবার) গণতান্ত্রিক কঙ্গো থেকে অনলাইনে জেনিভায় আয়োজিত সংশ্লিষ্ট প্রেস ব্রিফিংয়ে অংশ নিয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, গত সপ্তাহের তুলনায় বিভিন্ন দেশের অবস্থা ভাল হয়েছে। বিভিন্ন দেশের পরীক্ষাগারের সামর্থ্য বাড়াতে সহায়তাও দিচ্ছে হু।

মহাপরিচালক বলেন, চীনের হুপেই প্রদেশে ভাইরাস সনাক্তের পদ্ধতিতে পরিবর্তন আনায় রোগীর সংখ্যা বেড়েছে। এর মানে এই নয় যে, ভাইরাস পরিস্থিতির গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন ঘটেছে।

চীনে যেসব মেডিকেল কর্মী চিকিত্সাকাজে রত আছেন, তাদের স্বাস্থ্য সুরক্ষার ওপরও গুরুত্বারোপ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক। গত মঙ্গলবার মধ্যরাত ১২টা পর্যন্ত গোটা চীনে এই ভাইরাসে আক্রান্ত মেডিকেল কর্মীর সংখ্যা ছিল ১৭১৬ জন। এতে ৬ জন প্রাণ হারিয়েছেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040