ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় চীনের বিভিন্ন পর্যায়ে ৮০৫৫ কোটি ইউয়ান ব্যয়
  2020-02-15 15:29:05  cri
ফেব্রুয়ারি ১৫: নভেল করোনাভাইরাস নিউমোনিয়া (এনসিপি)-র প্রাদুর্ভাব ঠেকাতে চীনে গত বৃহস্পতিবার পর্যন্ত ব্যয় হয়েছে ৮০৫৫ কোটি ইউয়ান। গত শুক্রবার চীনের অর্থ মন্ত্রণালয়ের নভেল করোনাভাইরাস মোকাবিলা নেতৃত্ব গ্রুপের কার্যালয়ের মহাপরিচালক ফু চিন লিং রাষ্ট্রীয় পরিষদের এক প্রেস ব্রিফ্রিংয়ে এ তথ্য জানান।

তিনি আরও জানান, কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় ১৭২৯ কোটি ইউয়ান বরাদ্দ দিয়েছে, যা হুপেইসহ বিভিন্ন স্থানে ভাইরাস মোকাবিলায় ব্যয় করা হচ্ছে।

তিনি বলেন, পরিস্থিতি অনুযায়ী কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় অর্থ বরাদ্দ দিয়ে যাবে। ভাইরাস মোকাবিলায় অর্থ কোনো সমস্যা হবে না।

তিনি আরও বলেন, যেসব প্রতিষ্ঠানের মাসিক বিক্রি এক লাখ ইউয়ানের কম, সেসব প্রতিষ্ঠানকে ভ্যাট দিতে হবে না। আর যেসব প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রি ৩০ লাখ ইউয়ানের নিচে, তেমন ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানকে ১০ শতাংশের বেশি ভ্যাট দিতে হবে না। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040