এনসিপি প্রতিরোধে চীনকে সমর্থন জানিয়ে এসসিও'র বিবৃতি সদস্য দেশগুলোর ঐতিহ্যের প্রতিফলন: চীনা মুখপাত্র
ফেব্রুয়ারি ১৪: সম্প্রতি শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) প্রকাশিত এক বিবৃতিতে নভেল করোনাভাইরাস প্রতিহত করতে চীনকে সমর্থনের কথা ঘোষণা করা হয়। এতে সংস্থাটির সদস্যদের পরস্পরকে সাহায্য করার ঐতিহ্য প্রমাণিত হয়েছে। সম্মিলিতভাবে মহামারী প্রতিরোধে শাংহাই সহযোগিতা সংস্থাসহ আন্তর্জাতিক সমাজের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা চালাতে ইচ্ছুক চীন।
আজ (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং অনলাইন সংবাদ সম্মেলনে একথা বলেন।
তিনি আরও বলেন, নভেল করোনাভাইরাস সংক্রমণের পর থেকে শাংহাই সহযোগিতা সংস্থার নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে দেওয়া সমবেদনা চিঠিতে চীনের নেওয়া শক্তিশালী ব্যবস্থার প্রশংসা করেন এবং চীনকে সাহায্য করার আগ্রহ জানান।
(লিলি/তৌহিদ/শুয়েই)