এদিন এক বিবৃতিতে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় জানায়, 'অস্থায়ী সাধারণ অনুমতির' আওতায় মার্কিন শিল্প প্রতিষ্ঠানগুলোকে ১ এপ্রিলের আগে হুয়াওয়েই এবং যুক্তরাষ্ট্রের বাইরে এর আওতাধীন কোম্পানিতে 'নির্দিষ্ট' ও 'সীমিত' মাত্রার রপ্তানি, পুনঃরপ্তানি এবং পণ্য ও প্রযুক্তি হাতবদলের অনুমোদন দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এ সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ। এর ফলে যুক্তরাষ্ট্রের বর্তমানে টেলিযোগাযোগ সেবা কোম্পানি, বিশেষ করে গ্রামাঞ্চলের সংশ্লিষ্ট কোম্পানি নিরাপদে এবং অব্যাহতভাবে টেলিযোগাযোগ নেটওয়ার্ক পরিচালনা করতে পারবে।
(শুয়েই/তৌহিদ/লিলি)