২ ফেব্রুয়ারি থেকে চীনের বিভিন্ন অঞ্চলে মুখোশ তৈরি শুরু হয়। ১১ ফেব্রুয়ারি পর্যন্ত এন৯৫ মুখোশ তৈরি ও ব্যবহারের পরিমাণ ১২৮ শতাংশ বৃদ্ধি পায়। এর মাধ্যমে চিকিত্সক ও নার্সদের চাহিদা মেটানো হচ্ছে।
১২ ফেব্রুয়ারি পর্যন্ত চীনের হুপেই প্রদেশে ৭ লাখ ২৬ হাজার ৭০০টি প্রতিরোধক পোশাক এবং ৩ লাখ ৫৮ হাজার ৪০০টি প্রতিরোধক চশমা পাঠানো হয়েছে। বর্তমানে প্রতিরোধক পোশাক তৈরির পরিমাণ বাড়ানোর চেষ্টা করছেন উৎপাদনকর্মীরা।
তা ছাড়া, চীনের ২৯টি প্রদেশ ও অঞ্চল থেকে মোট ২০ হাজারেরও বেশি চিকিত্সক নিয়ে গঠিত ১৮০টি চিকিৎসাদল এখন হুপেই প্রদেশে পৌঁছেছে। তাদের মধ্যে ৭০০০জন উহানে সেবা দিচ্ছেন এবং গুরুতর আক্রান্তদের চিকিৎসা করছেন।
(সুবর্ণা/তৌহিদ)