কর্মসভায় বলা হয়, বিভিন্ন অঞ্চল ও বিভাগের উচিত, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ চিন্তাধারা ও পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সম্মেলনের চেতনায় বিভিন্ন পর্যায়ে এনসিপি প্রতিরোধের কাজ জোরদার করা। এ লড়াইয়ে জয়ী হওয়া এবং এ বছরের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নের জন্য চেষ্টা করা উচিত।
কর্মসভায় আরও বলা হয়, চীনের হুপেই প্রদেশ, বিশেষ করে উহান শহরে এনসিপি প্রতিরোধকাজে গুরুত্বারোপ করা প্রয়োজন। উহানের চিকিৎসাকেন্দ্রে শয্যা বাড়ানো এবং আক্রান্তদের দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে। পাশাপাশি হুপেই ও উহান থেকে বাইরে যাওয়ার পথ নিয়ন্ত্রণকাজ জোরদার করতে হবে, যাতে এনসিপি দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়।
কর্মসভায় বলা হয়, কার্যকর ওষুধ ও চিকিৎসা এ ভাইরাস প্রতিরোধকাজের সাফল্যের নির্ণায়ক উপাদান। চীনের বিশেষজ্ঞরা ৬০০০ আক্রান্ত রোগী নিয়ে গবেষণা করে চিকিৎসার পদ্ধতি সুবিন্যাস করেছে। ক্লিনিকাল ট্রায়াল জোরদার করা হচ্ছে, যাতে সুস্থতার হার বৃদ্ধি পায় ও মৃত্যুর হার কমে যায়।
(রুবি/তৌহিদ)