এনসিপি প্রতিরোধে হাই-টেক প্রযুক্তি প্রয়োগের প্রশংসা করলেন পাক বিশেষজ্ঞ
  2020-02-14 14:12:15  cri
ফেব্রুয়ারি ১৪: নভেল করোনাভাইরাস নিউমোনিয়া বা এনসিপি প্রতিরোধে চীন হাইটেক প্রযুক্তির ব্যবহারসহ নানা ব্যবস্থা গ্রহণ করেছে; এর প্রশংসা করলেন পাক বিশেষজ্ঞ ডক্টর ময়েজ আওয়ান। সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ প্রশংসা করেন।

তিনি বলেন, এনসিপি প্রতিরোধে চীন কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। গণসমাগমের অঞ্চল বারবার পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হচ্ছে এবং এ ভাইরাসে আক্রান্তদের জন্য স্বল্প সময়ে অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে। এসব ব্যবস্থার মাধ্যমে একটি বড় দেশ হিসেবে চীনের দায়িত্ববোধ প্রতিফলিত হয়েছে। চীন সরকার বহির্বিশ্বে এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

নভেল করোনাভাইরাস প্রতিরোধে চীনের হাইটেক প্রযুক্তি প্রয়োগের প্রশংসা করেন আওয়ান। তিনি বলেন, মোবাইলে অ্যাপলিকেশের মাধ্যমে ট্রেন ও বিমানযাত্রীদের মধ্যে আক্রান্ত রোগ সম্পর্কিত বিভিন্ন তথ্য জানানো হচ্ছে। যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে এ ভাইরাস প্রতিরোধের উপায়সহ অনেক তথ্য প্রকাশ করা হয়েছে। যাতে নিজের যত্ন নেওয়া যায়।

আওয়ান আরও বলেন, পাকিস্তান ও চীন ভ্রাতৃপ্রতিম দেশ। চীনের এ জটিল সময় যথাসাধ্য সাহায্য করবে পাকিস্তান।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040