রোববারের আলাপন-200216
  2020-03-08 18:52:57  cri

আকশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন 'রোববারের আলাপন'। আপনাদের সঙ্গে আছি আলিম এবং শিয়েনান আকাশ।

আকাশ: আচ্ছা, আলিম ভাই, আপনি কখনও ক্রিকেট খেলেছেন?

আলিম: …..

(পচেফস্ট্রুমে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৩ উইকেটে জিতেছে বাংলাদেশ। ১৭৭ রান তাড়ায় বাংলাদেশের ইনিংসের ৪১তম ওভার শেষে বৃষ্টি নামে। সে সময় তাদের স্কোর ছিল ১৬৩/৭। আবার খেলা শুরু হলে তারা নতুন লক্ষ্য পায় ৪৬ ওভারে ১৭০। সাত বলের মধ্যে ছুঁয়ে ফেলে লক্ষ্য। ম্যান অব দি ম্যাচ হয় অধিনায়ক আকবর।)

আকাশ: ভাই, বাংলাদেশ যুব ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশের যুবদল শক্তিশালী ভারতকে হারিয়েছে ৩ উইকেটে। আপনার অনুভূতি জানতে চাই।

আলিম:….

আকাশ: বাংলাদেশ এই প্রথম কোনো বিশ্বকাপ জয় করল। এ বিজয়ের তাত্পর্য কী বলে আপনি মনে করেন? বাংলাদেশের ক্রীড়াজগতে এ জয়ের প্রভাব কেমন হবে?

আলিম:….

আকাশ: এবারের যুব টিম কী ধরনের প্রস্তুতি নিয়েছিল?

আলিম: ……

আকাশ: প্রিয় শ্রোতাবন্ধুরা, বাংলাদেশের ক্রিকেটের একটি জয়ের সাক্ষী আমি। ২০১০ সালে, আমি চীনের কুয়াং চৌ শহরে যাই কুয়াং চৌ এশিয়া গেমস কাভার করতে। গেমসএর ক্রিকেট ইভেন্টের ফাইনলা অনুষ্ঠিত হয় ২৬ নভেম্বর। বাংলাদেশ ফাইনালে আফগানিস্তানকে হারিয়ে স্বর্ণপদক জয় করে। আমার জন্য সেটি ছিল দারুণ একটি অভিজ্ঞতা।

আলিম:...

আকাশ: অনুষ্ঠানের শেষ দিকে আমি বলতে চাই, এ জয় বাংলাদেশের সকল মানুষের জয়। বাংলাদেশ ভবিষ্যতে এমন জয় আরও পাবে, এমন আশা করি।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040